বন্যার্তদের সহায়তা
একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
শনিবার (২৪ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
তিনি জানান, দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী।
আরও পড়ুন
এমএইচএন/এসএসএইচ