রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জনার্ধন।
তিনি বলেন, আমাদের কাছে সকাল সাড়ে ৭টায় খবর আসে রাজধানীর কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে ছিল শার্ট, লুঙ্গি ও সোয়েটার।
তিনি আরও বলেন, নিহতের নাম ঠিকানা ও পরিচয় এখনও জানা যায়নি। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য। বাকি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসি/এফআর