বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলেন চা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও

বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা তাদের এক দিনের বেতন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে।
রোববার (২৫ আগস্ট) চা বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন হলো এক লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। এ পরিমাণ টাকা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। এটি বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সামান্যতম চেষ্টা।
আরও পড়ুন
এমআর/এসএসএইচ