হাজারীবাগে ছুরিকাঘাতে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
রাজধানীর হাজারীবাগ থানার গণকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতে মো. ইমন (২৪) নামে এক যুবদল কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সাঞ্জু (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমন হাজারীবাগ গণকটুলির বড় মসজিদ এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।
আরও পড়ুন
নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, আমার ছেলে ইমন নেসলে কোম্পানিতে কর্মচারী হিসেবে কাজ করত। পাশাপাশি হাজারীবাগের ২২ নং ওয়ার্ডের যুবদলের সদস্য ছিল।আজ সন্ধ্যার পর স্থানীয় সন্ত্রাসী সাঞ্জুর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে সন্ত্রাসী সাঞ্জু ইমনের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমজে