সমাজসেবা অধিদফতরের শেখ রফিকুলের ওএসডির আদেশ বাতিল

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) (গ্রেড-১) শেখ রফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৯ মে) মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই আদেশ বাতিল করা হয়। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ ইমদাদুল হককে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়ার যে আদেশ জারি করা হয়েছিল, তাও বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) শেখ রফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ ইমদাদুল হককে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।
গত ৩ মে ওএসডি ও নিয়োগ দেওয়ার পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসএইচআর/এফআর