আন্দোলনে নিহত ২ শিক্ষার্থীর নামে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের নামকরণ
কোটা-বিরোধী আন্দোলনে নিহত এমআইএসটির দুজন শিক্ষার্থীর নামে নবনির্মিত অডিটোরিয়াম এবং মুক্ত মঞ্চ নামকরণ করা হয়েছে।
গত ১৮ জুলাই কোটা-বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তন ছাত্র মো. রাকিবুল হোসেন শহীদ হন।
শহীদ ছাত্রদের স্মৃতি রক্ষার্থে আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটোরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্তমঞ্চের নামকরণ করা হয়। এছাড়াও এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে শহীদ দুই শিক্ষার্থীর পিতা-মাতাসহ নিকটাত্মীয় এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সকল ডিন ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি