প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে ঢাকায়
ঢাকায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি প্রধান উপদেষ্টার কাছ থেকে তার যোগদানপত্র গ্রহণ করেন।
লুৎফে সিদ্দিকী বলেন, অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক স্থাপনে কাজ করব। অর্থনৈতিক সংস্কারের জন্য আমি কাজ করব। আমি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনেক দেশের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বসব। আমি তাদের মতামত শুনব।
এর আগে গত ৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয় লুৎফে সিদ্দিকীকে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এনএম/জেডএস