ডিএনসিসির ৫ কর্মকর্তাকে বদলি
প্রশাসনিক কাজের স্বার্থের কথা উল্লেখ করে পাঁচ কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে ৫ কর্মকর্তাকে বদলি করেন।
জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় বেতন শাখার হিসাব রক্ষক মোস্তফা কামালকে বদলি করা হয়েছে বিল ও আয়-ব্যয় শাখায়। একইভাবে অঞ্চল-১ এর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তরিকুল ইসলামকে বদলি করা হয়েছে বাজেট শাখায়, অঞ্চল-৩ এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করে দেওয়া হয়েছে বেতন শাখায়।
পাশাপাশি অঞ্চল-৫ এর সমাজ কল্যাণ কর্মকর্তা গৌতম কুমার বিশ্বসকে বদলি করে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগে এবং সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা আব্দুল হাই তালুকদারকে বদলি করে দেওয়া হয়েছে রাজস্ব শাখার উপ-কর্মকর্তা হিসেবে।
এএসএস/জেডএস