ঈদের আগেই বেতন-বোনাস দেওয়ার দাবি রেস্তোরাঁ শ্রমিকদের

ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতনসহ বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সরকার শ্রমিক বান্ধব দাবি করলেও তাদের কার্যক্রম কখনও শ্রমিক বান্ধব নয়। তারা ‘লকডাউন’ দেওয়ার নামে শ্রমিক মানুষের জীবনকে অতিষ্ঠ করার একটা পরিকল্পনা করছে। কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই একটি প্রজ্ঞাপন জারি করে মানুষের উপরে ‘লকডাউন’ নামক বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়। একটি দেশের শ্রমিক শ্রেণির ঘরে কখনোই খাবার এবং টাকা মজুদ থাকে না। সেই রকম চিন্তা-ভাবনা করে শ্রমিকের খাবারের নিশ্চয়তা দিয়ে সব পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। দীর্ঘ একমাসের বেশি সময় ধরে ‘লকডাউন’ দেওয়ায় শ্রমিকদের বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে আছে। অন্যদিকে হোটেল রেস্টুরেন্ট মালিকের পক্ষ থেকে কোনোরকমের সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি ঈদের বেতন বোনাস এখন পর্যন্ত দেয়নি।
তারা আরও বলেন, একটি নামমাত্র তালিকা দিয়ে শ্রমিকদের সহযোগিতার জন্য ২৫০০ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু সব শ্রমিকের নাম তাতে অন্তর্ভুক্ত হয়নি। নানা জটিলতার মধ্যে এই সহযোগিতা সবার দোরগোড়ায় এসে পৌঁছায়নি। অনতিবিলম্বে এই শ্রমিক শ্রেণিকে রক্ষা করার জন্য হোটেল মালিকসহ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের ন্যায্য পাওনা বেতন-বোনাস পরিশোধ করার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ঈদের দিনও আমাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আখতারুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান প্রমুখ।
এমএইচএন/এসএসএইচ