৬ জানুয়ারি থেকে সৌদি যাবে বিমান বাংলাদেশ

ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার জের ধরে নিষেধাজ্ঞা আরোপের পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদি সরকারের ঘোষণার পরপরই ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিতভাবে চলাচল করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদেরকে বিমানের ওয়েবসাইট অথবা নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
বাংলাদেশ থেকে সৌদির ৩ শহরে ফ্লাইট পরিচালনা করা হয়। শহর ৩ টি হচ্ছে- জেদ্দা, দাম্মাম ও রিয়াদ।
এর আগে গত ২১ ডিসেম্বর সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক জরুরি আদেশে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে এই নিষেধাজ্ঞা আরও সপ্তাহখানেক বাড়ানো হয়।
এআর/এইচকে