ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় হারুন অর রশিদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হারুন ফরিদপুরের ভাঙ্গা থানার গঙ্গাধরদি গ্রামের খালেক চৌকিদারের ছেলে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।
নিহতের ভাই মো. লুৎফর জানান, আমার ভাই ভাঙ্গা এলাকায় এলজি-বাটারফ্লাই কোম্পানিতে চাকরি করতো। গতরাতে কাজ শেষে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএ