ঢামেক হাসপাতালে টাকা চুরির অভিযোগে নারীসহ আটক ২
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা চুরির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১৩,৫০০ টাকা উদ্ধার হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে নতুন ভবনের দ্বিতীয় তলায় ব্লাড ব্যাংকের সামনে এ ঘটনাটি ঘটে।
আটক হওয়া অভিযুক্তরা হলেন, মাহফুজা আক্তার নিপা (২৬) ও মো. মইনুদ্দিন (৬৫)। মইনুদ্দিন নোয়াখালীর কবিরহাট থানার সাগরপুর গ্রামের মৃত মুন্সী ইলিয়াসের ছেলে। নিপা নরসিংদীর রায়পুরার অলিপুরা নবিয়াবাদের আব্দুল মতিন ভূঁইয়ার মেয়ে। ঢাকার ডেমরায় বাসা ভাড়া দিয়ে থাকেন তারা।
রোগীর স্বজন নোমান হোসেন জানান, গতকাল রাত থেকেই অভিযুক্ত ওই দুইজন হাসপাতালের দ্বিতীয় তলায় ঘোরাফেরা করছিলেন। আমার রোগীর রক্তের প্রয়োজন হওয়ায় ব্লাড ব্যাংকের সামনে গতকাল রাত থেকে আমিও অপেক্ষায় করছিলাম। এ সময় অভিযুক্ত নারী ও ওই ব্যক্তি কৌশলে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে যায়। পরে আমি বিষয়টি জানতে পেরে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের কর্তৃপক্ষকে জানাই। পরে তারা এসে ওই নারীসহ ওই ব্যক্তিকে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি আমরা জানতে পেরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে থেকে অভিযুক্ত ওই নারীসহ ওই ব্যক্তিকে আটক করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। এ সময় তাদের কাছ থেকে ১৩,৫০০ টাকা উদ্ধার করা হয়। আমরা যতটুক জেনেছি এরা সক্রিয় চোর ,দালাল চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন এবং সন্দেহজনক কথাবার্তা বলে তারা। তারা একবার স্বীকার করে ৪৫ হাজার টাকা নিয়েছি। কিন্তু তাদের কাছ থেকে মাত্র ১৩,৫০০ টাকা আমরা উদ্ধার করেছি। বাকি টাকা হয়ত তারা অন্যত্র সারিয়ে নিয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে।
এসএএ/এসকেডি