সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে ফুলকুঁড়ি আসরের শিশু সমাবেশ
সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে শিশু সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করেছে ফুলকুঁড়ি আসর।
রোববার (১৩ অক্টোবর) নগরের হালিশহর থানার জেপি কনভেনশন হলে মহানগরী সাগরিকা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের স্লোগান ছিলো 'পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়তে হবে
শাখার সহকারী পরিচালক ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিচালক মো. খিজির আলম।
আরও পড়ুন
ফুলকুঁড়ি চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার উপদেষ্টা মাস্টার মেরিনার ও ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমআর/এমএসএ