ট্রাফিক আইন লঙ্ঘন
ডিএমপিতে ১৩৮৬ মামলা, ৫৫ লক্ষাধিক টাকা জরিমানা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৮৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয়েছে ৫৫ লাখ ৪৩ হাজার টাকা।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২০ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৮৬টি মামলা ও ৫৫ লাখ ৪৩ হাজার টাকা করা হয়।
আরও পড়ুন
এছাড়াও অভিযানকালে ৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
জেইউ/এসএসএইচ