মুগদায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
রাজধানীর মুগদা থানার টিটিপাড়া স্টেডিয়ামের সামনে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (৪৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জাকির হোসেন বরগুনা সদরের আমতলী গ্রামের মৃত খবির খানের ছেলে। বর্তমানে মুগদা এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন
নিহতের ছেলে শাকিল খান জানান, প্রতিদিনের মতো আমার বাবা আজ সকালেও অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। টিটিপাড়া স্টেডিয়ামের সামনের রাস্তায় দ্রুতগতির একটি ট্রাক বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অটোরিকশা চালক জাকির খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএ