সাংবাদিক রোজিনাকে হেনস্তার তীব্র নিন্দা মহিলা পরিষদের

নারী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সরকারের স্বাস্থ্য বিভাগের এই আচরণের তীব্র নিন্দার পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও তার সুচিকিৎসার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি নিন্দা ও উদ্বেগ জানিয়েছে।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে জানানো হয়, আমরা গভীর বিস্ময় ও উদ্বেগের সঙ্গে জানতে পারলাম, দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটতে রেখে হেনস্তা করা হয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ পেশাগত দায়িত্ব পালনের সময়ে একজন নারী সাংবাদিকের ওপর সরকারের স্বাস্থ্য বিভাগের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও তার সুচিকিৎসার দাবী জানাচ্ছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে।
জেইউ/ওএফ