৩ লাখ টাকা জরিমানা আদায় করল ডিএনসিসি

স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৭ মে) ডিএনসিসির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ মামলায় সর্বমোট ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের দুই মামলায় ১ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ছয় মামলায় ৫১ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক মামলায় ২০ হাজার টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ছয় মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তিন মামলায় ১৬ হাজার টাকা ও ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের দুই মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২০টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩ লাখ ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের পাশাপাশি সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় বলে জানানো হয়েছে।
এএসএস/ওএফ