পররাষ্ট্র সচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি।
রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ইইউর প্রতিনিধিদলকে বলেন, ইইউ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং ভবিষ্যতে সবক্ষেত্রে শক্তিশালী সম্পর্কের বিষয়ে সম্পৃক্ততা আশা করে। তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে সংস্কার এবং সেই লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন গঠনসহ সরকারের অগ্রাধিকার তুলে ধরেন।
সাক্ষাতে পাওলা পামপোলিনি বলেন, বাংলাদেশ-ইইউ সম্পর্ক উন্নয়নকেন্দ্রিক থেকে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে রাজনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রসারিত করতে ইইউর প্রস্তুতির কথা জানান।
উভয়পক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের পর উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বার্তা বিনিময় এবং বাংলাদেশ-ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আসন্ন আলোচনার প্রশংসা করেন।
উভয়পক্ষ আসন্ন বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ এবং ২০২৯ সালের পরে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা এবং শ্রম খাতের সংস্কার নিয়ে আলোচনা করেন।
এনআই/জেডএস