মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) বায়েজিদ বোস্তামী থানার বালিকার মোড় এলাকার পাক পাঞ্জাতন হেফজ ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।
তিনি বলেন, মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রের পরিবারের পক্ষ থেকে শিক্ষক মিজানুরের বিরুদ্ধে পুলিশের কাছে বলাৎকারের অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মাদরাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রের বাবা শুক্কুর আলী বাদী হয়ে মাদরাসা শিক্ষক মিজানুর রহমানকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন ওসি ।
কেএম/আরএইচ