সোনামসজিদ দিয়ে হঠাৎ করে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে হঠাৎ করেই বুধবার (১৯ মে) ভারতে আটকেপড়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের ফেরার কথা থাকলেও গত রোববার (১৬ মে) ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের কারণে স্থগিত হয়ে যায় আটকেপড়া বাংলাদেশিদের ফিরে আসা। এদিন (রোববার) নতুন করে সিদ্ধান্ত হয় তাদের ফিরতে অপেক্ষা করতে হবে আরো এক সপ্তাহ।
ওই সময় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছিলেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। কিন্তু সিদ্ধান্তের ৩ দিনের মাথায় ওই ২৪ জন ফিরে আসায় রীতিমতো অবাক হয়েছেন সংশ্লিষ্টরা। তবে প্রাথমিকভাবে পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ এসেছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
তিনি বলেন, ভারতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে ফেরার কথা ছিল তাদের। কিন্তু কি কারণে হঠাৎ করে আটকেপড়াদের পাঠানো হলো বিষয়টি আমাদের অজানা। এমনকি নতুন সিদ্ধান্তের কারণে আমাদের তেমন প্রস্তুতিও ছিল না।
তিনি জানান, বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ২৪ জন বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরও তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। সকলের ফলাফল নেগেটিভ এসেছে এবং কারো শরীরে আশঙ্কাজনক কোনো কিছু পাওয়া যায়নি।
সিভিল সার্জন আরো জানান, সকলের স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফেরত আসা ২৪ জনের মধ্যে স্থানীয় প্রশাসন নির্ধারিত শিবগঞ্জ ডাক বাংলোয় ১৪, হোটেল আল নাহিদে ৭ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩ জনকে।
কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের ১৩ দিনের মাথায় আবার পরীক্ষা করার পর নেগেটিভ এলে ১৪ দিন শেষে ছাড়পত্র পাবেন। তবে কারো পজিটিভ এলে আইসোলেশনে পাঠানো হবে। কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা কেউ যাতে সেখান থেকে পালিয়ে যেতে না পারে এজন্য পুলিশি প্রহরারও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিব-আল-রাব্বি ঢাকা পোস্টকে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল বন্দরের পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা আসতে পারবেন। গত রোববার সকাল থেকেই পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে নাগরিকদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেয়া শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্তের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি আবাসিক হোটেল প্রস্তুত করা হয়েছে ভারত থেকে ফেরা নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য।
জাহাঙ্গীর আলম/এমএএস