রাজবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রঞ্জু, সেক্রেটারি কবির
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য মো. মাহাবুবুর রহমান রঞ্জু বিশ্বাসকে সভাপতি ও কবির উদ্দিনকে সেক্রেটারি করে ৩৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে জেলা শহরের শ্রিপুর আল-গাজ্জালী স্কুল মাঠ প্রাঙ্গণে দ্বিবার্ষিক সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাওলানা খন্দকার মুনির আজম মুন্নু, সহকারী সেক্রেটারি মো. হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ সিরাজউদ্দীনকে মনোনীত করা হয়েছে।
সদস্যরা হলেন- মো. নাসির (সদর উপজেলা), শিবলি মিয়া (সদর উপজেলা), রফিকুল ইসলাম (সদর উপজেলা), শামিম হোসেন (সদর উপজেলা), মিরাজুল ইসলাম, মো. শাহীন (সদর উপজেলা), মো. হাবিবুর রহমান (সদর উপজেলা), মামুন শেখ (রাজবাড়ী পৌরসভা), ফরিদ উদ্দিন (রাজবাড়ী পৌরসভা), সোহেল মন্ডল (রাজবাড়ী পৌরসভা), আব্দুল কুদ্দুস (রাজবাড়ী পৌরসভা), সাইফুল ইসলাম (বিআরইএল), ইদ্রিস আলী (বালিয়াকান্দি), আবুল হাসান (বালিয়াকান্দি), আবু সাঈদ (বালিয়াকান্দি), হাবিবুর রহমান (বালিয়াকান্দি), ডা. হাবিবুর রহমান (বালিয়াকান্দি), আব্দুল হালিম (গোয়ালন্দ), আব্দুল মাজেদ (কালুখালী), আব্দুর রশিদ (কালুখালী), আবু সাঈদ (কালুখালী), সেকেন্দার পাট্টাদার(বিআরইএল), আনিসুর রহমান (বিআরইএল), আলমগীর হোসাইন (পাংশা উপজেলা), উজ্জ্বল শেখ (পাংশা উপজেলা), মো. হাসান (পাংশা উপজেলা), মো. শহিদুল ইসলাম (পাংশা পৌরসভা), মো. কামারুজ্জামান (পাংশা পৌরসভা), শহিদুল ইসলাম (পাংশা পৌরসভা), সোহাগ (গোয়ালন্দ), জালাল মোল্লা (গোয়ালন্দ)।
সভাপতি ও সেক্রেটারিসহ মোট ৩৬ জন কার্যকরী পরিষদের সদস্য। কার্যকরী পরিষদের সদস্যদের মধ্য থেকে নির্বাহী পরিষদ সদস্য গঠিত হবে।
সম্মেলনে নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মুহা. আজহারুল ইসলাম। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবর রহমান রঞ্জু বিশ্বাস।
দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চলের পরিচালক মুহা. আজহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল বাশার ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
মীর সামসুজ্জামান