সড়কে পড়ে থাকা দুজনকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস অফিসার

যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লালবাগের স্টেশন অফিসার। আহতরা হলেন- বাহাদুর (২৫) ও শাহিন (১৮)।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, ধোলাইপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আমরা রাস্তায় পড়ে যাই। ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিল। এতে যিনি ছিলেন, তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন।
লালবাগ স্টেশন অফিসার অর্জুন বাড়ৈ ঢাকা পোস্টকে বলেন, মাওয়া ঘাট থেকে ফেরার পথে দেখি তারা দুজন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের এখানে নিয়ে এসেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল এক্সিডেন্ট করে দুজন ঢামেকে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এসএএ/আরএইচ