ঢাবির ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ফুটপাতের পাশ থেকে আনুমানিক একদিন বয়সের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের ফুটপাত থেকে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি।
আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই মাহমুদ।
এসএএ/এসএসএইচ