চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯৩ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৬ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৩০৭ জন।
শুক্রবার (২১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৩০৭ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৮০৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৪৯৮ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। যার মধ্যে নগরীর ৪৩২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬১ জন।
কেএম/এইচকে