ঢাকায় বছরের সর্বোচ্চ দূষণ, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’
আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ ঢাকার বাতাস সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ’। এছাড়া বছরের সর্বোচ্চ দূষণের কবলে রাজধানী। বাতাসের মানসূচকে আজ সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ৩৪১।
একিউআই স্কোর ৩০১ অতিক্রম করলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার বাতাসের মান আজ এ বছরের সর্বোচ্চ। কোনো এলাকায় পরপর ৩ দিন ৩ ঘণ্টা যদি বায়ুর মানসূচক ৩০০’র বেশি থাকে, তাহলে ওই এলাকায় বায়ুদূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়।
আরও পড়ুন
আজ ঢাকার তিন এলাকায় সবচেয়ে বেশি দূষণ হয়েছে। এর মধ্যে ইস্টার্ন হাউজিং এলাকায় ৪৮৭, আগা খান একাডেমি ৩৯৮ ও ঢাকার মার্কিন দূতাবাস ৩৯৮।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয় মিলে এই পদক্ষেপ নিতে পারে। এই জরুরি অবস্থার সময়ে, বিশেষ করে স্কুল-কলেজগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা, দূষণকারী শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ, যান চলাচলে কঠোরতা জারি এবং স্বাস্থ্যগত সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। দু–এক দিন পরিস্থিতি দেখে আমাদের এখানেও এমন ব্যবস্থা নেওয়া উচিত।
এমএসএ