২৪ মে সব মহাসড়কে বিক্ষোভ করবে পরিবহন শ্রমিকরা

দূরপাল্লার বাস চালুর দাবিতে আগামী ২৪ মে দেশের সব মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পরিবহন মালিক-শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী শনিবার (২২ মে) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দূরপাল্লার পরিবহন বিশেষ করে বাস চালুর দাবিতে আমরা ২৪ মে (রোববার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে গণপরিবহন চলাচলে কিছুটা শৈথিল্য আনা হচ্ছে। এবার সীমিত পরিসরে দূরপাল্লার বাস চালুর সিদ্ধান্ত আসতে পারে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর শনিবার পাঠানোর কথা রয়েছে। রোববার (২৩ মে) চলতি বাধা নিষেধ শেষ হচ্ছে। তবে দূরপাল্লার বাস চালু হলেও আপাতত সীমান্ত বন্ধই থাকবে।
পিএসডি/এসএম