৫৮০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ টুম্পা আক্তার (২৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২১ মে) রাতে র্যাব-১০ এর একটি অভিযানিক দল শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতার টুম্পা আক্তার পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।
টুম্পার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও এই কর্মকর্তা জানান।
জেইউ/এমএইচএস