‘অকার্যকর’ কেমিক্যাল গছানো হচ্ছে রেলে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা ১১টি কমিশনের মধ্যে প্রথমে গঠন করা ৬টি কমিশন তাদের সংস্কার প্রস্তাব অনেকটাই গুছিয়ে এনেছে। চলতি মাসের শেষ বা জানুয়ারির প্রথম দিকে সংস্কার কমিশনগুলো সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
সংস্কার প্রস্তাব গুছিয়ে এনেছে ছয় কমিশন
অবশ্য সংশ্লিষ্ট কমিশনগুলো সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আগেই পুরোনো আইনে পাঁচ বছরের জন্য গঠন করা হয়েছে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনপ্রশাসনে চুক্তিতে নিয়োগ ও রাজনৈতিক পরিচয় যাচাইয়ের পুরোনো প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে সংস্কারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। কোনো কোনো সংস্কার কমিশনে অন্তর্বর্তী সরকারের এমন কিছু উদ্যোগ নিয়ে উদ্বেগও আছে।
টিবিএস
৫ লাখ ৬০ হাজার লাইসেন্স আটকা: হতাশ বিআরটিএ-এর গ্রাহক, বিদেশে যেতে পারছেন না অনেকে
বিদেশে চাকরির জন্য ড্রাইভিং ভিসা নিতে গত বছরের আগস্টে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আঙুলের ছাপ দিয়েছিলেন মো. আজমুল। কিন্তু সময়মতো লাইসেন্স না পাওয়ায় সে চাকরিটি হাতছাড়া হয়ে যায় তার।
এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও আজমুল এখনো স্মার্ট লাইসেন্স কার্ড পাননি। হতাশাজনক পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, 'আগের চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু বিদেশে যেতে পারিনি। এখন মারাত্মক আর্থিক সংকটে আছি।' বিআরটিএর স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণে ৫ লাখ ৬০ হাজার কার্ডের ব্যাকলগের কারণে হাজারো মানুষ একই সমস্যার সম্মুখীন হয়েছেন।
সমকাল
৩২ বিচারপতির সরকারি বাসায় ‘অবিচার’
উচ্চ আদালতের ৩২ বিচারপতির বাসায় সরকারি কর্মচারীকে (এমএলএসএস) দিয়ে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সম্প্রতি প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। এতে ১৯ বিচারপতির পরিবারের বিরুদ্ধে শারীরিক বা মানসিক নির্যাতনের কথা উঠে এসেছে। এ ছাড়া ১৬ বিচারপতি ও সাতজনের পরিবারের বিরুদ্ধে বলা হয়েছে, তাদের মুখের ভাষা অশালীন। এ বিষয়ে তিন সদস্যের জাজেস কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১০২ বিচারপতি কর্মরত। একজন বিচারপতি প্রতি মাসে ৩২ হাজার টাকা গৃহস্থালি ভাতা পান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিচারপতির আদালতের চেম্বারের জন্য একজন পিয়ন এবং বাসার কাজের জন্য একজন করে দারোয়ান ও বাবুর্চি দেওয়া হয়। তবে বেশ কয়েকজন বিচারপতি প্রভাব খাটিয়ে তাদের বাসায় দুই থেকে ছয়জন এমএলএসএস নিয়েছেন। এর মধ্যে চার অবসরপ্রাপ্তসহ হাইকোর্ট বিভাগের ৩২ বিচারপতির বাসায় ৭০ জন (১০ নারীসহ) এমএলএসএসকে কাজে বাধ্য করানোর অভিযোগ উঠেছে।
যুগান্তর
‘অকার্যকর’ কেমিক্যাল গছানো হচ্ছে রেলে
ব্যবহারিক পরীক্ষায় দুই দফায় কার্য-উপযোগী না হওয়া সত্ত্বেও তৃতীয় দফায় পরীক্ষার নামে প্রায় ৭ হাজার লিটার কুলিং এজেন্ট (ইঞ্জিন ঠান্ডা রাখা ও মরিচারোধী কেমিক্যাল) রেলওয়েকে গছিয়ে দেওয়া হচ্ছে।
চাপ প্রয়োগ এবং মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে তৃতীয় দফায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের এই কেমিক্যাল গছানোর সব প্রক্রিয়া সম্পন্ন। ভারত থেকে আমদানি করে এ কেমিক্যাল রেলওয়েকে সরবরাহ করেছে লাকি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। পরীক্ষায় অনুপযোগী হওয়া এসব কেমিক্যাল ব্যবহার করা হলে রেলের কোটি কোটি টাকার ইঞ্জিন নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
আরও পড়ুন
দেশ রূপান্তর
গণআন্দোলনে টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন দলটির প্রভাবশালী নেতারা। যাদের মধ্যে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে সাবেক মন্ত্রী-সংসদ সদস্য (এমপি) এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। ভারতে আশ্রয় নেওয়া দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গ্রেপ্তার নেতাদের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে এরই মধ্যে মামলা হয়েছে আড়াইশর বেশি। এর মধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। গণহত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদের অনেককে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। তবে মামলার আসামি হলেও এখনো গ্রেপ্তার না হওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে তা আইনগতভাবে মোকাবিলার কথা ভাবছেন না তারা। এসব মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও বিদ্বেষপ্রসূত’ উল্লেখ করে রাজনৈতিকভাবে মোকাবিলার কথা জানিয়েছেন। ট্রাইব্যুনাল পুনর্গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা।
বণিক বার্তা
অপ্রস্তুত বিআরটি করিডোরে বাস চলাচল শুরু আজ
ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুরের মধ্যে বাস চলাচলের জন্য বিশেষায়িত লেন বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির নির্মাণকাজ মাঠ পর্যায়ে শুরু হয় ২০১৭ সালে। নির্মাণকাজে ধীরগতি, জনদুর্ভোগ, জলাবদ্ধতা, গার্ডার ধসের মতো প্রাণঘাতী দুর্ঘটনাসহ নানা কারণে সমালোচিত প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হয়নি এখনো। যদিও এর আগেই চালু হচ্ছে বিআরটি দিয়ে বাস পরিষেবা। আজ থেকে বিআরটি করিডোর ব্যবহার করে গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করবে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আজই বিআরটি করিডোরে বাস পরিষেবা উদ্বোধনের কথা রয়েছে। কাজ পুরোপুরি শেষ করার আগেই নির্ধারিত করিডোরের বাইরে গিয়ে শহরের যানজটপ্রবণ সড়ক দিয়ে বাস পরিচালনার উদ্যোগে বিআরটির কার্যকারিতা ও উদ্দেশ্যপূরণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবহন বিশেষজ্ঞরা।
দেশ রূপান্তর
সংস্কার নিয়ে অসন্তুষ্ট অংশীজনরা
সরকারের স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে অসন্তুষ্টি দেখা দিয়েছে। সংস্কারে গতি নেই। এখনো দৃশ্যমান নয় কোনো পদক্ষেপ। পরিকল্পনা প্রণয়নে স্বাস্থ্য খাতের অংশীজনদের সঙ্গে বসছেও না সরকার। এমনকি অংশীজনরা নিজেরা উদ্যোগী হয়ে নানা ধরনের পরামর্শ দিলেও, সেগুলোও বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে না। এতে নানা ধরনের পদক্ষেপ নিতে গিয়ে বারবার বিতর্কে পড়ছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
যুগান্তর
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত এ সংক্রান্ত কমিশন। এ কাজে শেখ হাসিনা ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা মিলেছে কমিশনের তদন্তে। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা।
আজকের পত্রিকা
র্যাব বিলুপ্তির সুপারিশ, গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন
গুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে গুম-সংক্রান্ত কমিশন। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে এই কমিশন। তাঁর প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততাও পাওয়া গেছে।
গুম-সংক্রান্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়েছে এবং র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন গতকাল শনিবার এই প্রতিবেদন জমা দিয়েছে।
দৈনিক বাংলা
মোবাইলে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন অক্টোবরে
চলতি ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে মোবাইলে আর্থিক লেনদেন বেড়েছে। এই মাসে ১ লাখ ৫৪ হাজার ৮৫৭ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে। একক মাসের হিসাবে যা দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।
আগের মাস সেপ্টেম্বরে ১ লাখ ৪৫ হাজার ৬৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। আগস্টে লেনদেনের অঙ্ক ছিল ১ লাখ ৩৭ হাজার ৯২১ কোটি টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১ লাখ ২২ হাজার ৯২২ কোটি টাকা লেনদেন হয়েছিল।
খবরের কাগজ
প্রকাশ্যে আসছে পুঁজিবাজারের রাঘববোয়ালদের নাম
পুঁজিবাজার থেকে কারসাজির মাধ্যমে অর্থ লোপাটে জড়িতদের নাম একে একে সামনে আসছে। ২০১০ সালে পুঁজিবাজারে মহাধসের পর এর পেছনের ‘কারিগর’ হিসেবে সামনে আসে সালমান এফ রহমানের নাম। গত ১৫ বছরে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। কারসাজির পেছনে যুক্ত হয়েছেন আরও অনেকে। বাজার কারসাজির সঙ্গে জড়িতদের নামের তালিকা এখন বেশ বড়। আবুল খায়ের হিরু ও তার পরিবার, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংবাদিক এ এস এম হাসিব হাসানের নাম এখন ঘুরেফিরে আসছে। আর ছোটখাটো প্রায় অর্ধশত নাম এখন প্রকাশ্যে, যাদের বলা হচ্ছে পুঁজিবাজারের রাঘববোয়াল।
এছাড়া ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ / সাত বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া; র্যাব বিলুপ্তির সুপারিশ; শহীদ বুদ্ধিজীবী দিবস / আধুনিক বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার; সারজিস আলম / ড. ইউনূসকেও ছেড়ে কথা বলব না; বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক উদার সমাজ নির্মাণ করবে বিএনপি; পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা; দুর্বল ব্যাংকের কর্মকর্তারা মানসিক চাপে বিপর্যস্ত—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
