দুর্নীতিবাজ আমলাদের তালিকা প্রকাশের দাবি

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজ আমলাদের নামের তালিকা প্রকাশসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
শনিবার (২২ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক অ্যাড. এইউজেড প্রিন্স, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে আমিনুল ইসলাম বুলবুল বলেন, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্তৃক আটকে রেখে হেনস্তা এবং মামলা দিয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার ধারাবাহিক দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশ করার কারণে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার শিকার হতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম জাতির বিবেক। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একজন সাংবাদিককে আটকে রেখে লাঞ্ছিত করা কখনোই সভ্য মানুষের কাজ হতে পারে না। সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল অর্জনগুলোকে বিতর্কিত করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খুব শিগগিরই দুর্নীতিবাজ এই চক্রের মুখোশ উন্মোচন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
দুর্নীতিবাজ আমলাদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়ে আল মামুন বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচারকারী আমলাদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। কানাডার বেগমপাড়ায় কোন কোন আমলার বাড়ি রয়েছে, তাদের নাম অবিলম্বে প্রকাশ করতে হবে। দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজ আমলাদের চিহ্নিত করার কোনো বিকল্প নেই। এরা সমাজ ও রাষ্ট্রের মুখোশধারী শত্রু। আমরা অবিলম্বে সাংবাদিক হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এইচআর/এইচকে