মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২১, ০১:৪০ পিএম


মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় কার্ভাড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজন পিকআপ ভ্যানের চালক ও হেলপার। রোববার  (২৩ মে) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার বিশ্বজিৎ কুমার নাথ। নিহতরা হলেন, তৌহিদ (৩০) ও রুবেল (২৫)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বিশ্বজিৎ বলেন, বারইয়ারহাট পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাড ভ্যানের পেছনে পানবাহী চলন্ত পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে চালক ও হেলপার গাড়িতে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এসময় ওই পিকআপ ভ্যান থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পান বোঝাই করে গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল।

দুই জনের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলেও জানান ওই ফায়ার কর্মকর্তা। 

কেএম/এসএম

Link copied