স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খোলার চিন্তা করতে হবে

বর্তমান সময়ে করোনা পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। কিন্তু অনেক শিক্ষার্থীর ইন্টারনেট সুবিধা না থাকায় অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে না। আবার অনেকের জন্য ইন্টারনেট খরচ বেশি হয়ে যাচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়টি ভাবনার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
রোববার (২৩ মে) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত 'বিআইডিএস ক্রিটিক্যাল কনভারসেশনস ২০২১: কভিড-১৯: লিঙ্কিং ইকোনোমিক অ্যান্ড হেলথ কনসার্নস' শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মসিউর রহমান বলেন, অপ্রাতিষ্ঠানিক ও গ্রামীণ মানুষ দ্রুত প্রণোদনার অর্থ পাবে সেটা খুব কঠিন। ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস না করে এখানে সরকার একটু সহায়ক ভূমিকা বাড়াতে পারে।
বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান উপস্থিত ছিলেন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরি।
বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, জীবন ও জীবিকার ভারসাম্য আনতে কর্মসূচিগুলোর মধ্যে পুর্নমূল্যায়নের প্রয়োজন রয়েছে কি না? হার্ড লকডাউন বা শক্তিশালী পদেক্ষপ নিতে গেলে ইউকে মডেলের কার্যকারিতা বাংলাদেশে প্রয়োগের সুযোগ রয়েছে কি না? আগামী ৬ মাসের মধ্যে তিন কোটি মানুষকে টিকা দিতে হবে, সেই টিকার পর্যাপ্ততা নিশ্চিত করতে পারব কি না? প্রবৃদ্ধি ভিত্তিক জিডিপি পূর্ণমূল্যায়ন করে কৃষি ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে কি না এগুলো বিষয়ে ভাবতে হবে।
এসআর/জেডএস