ঢাকায় আজ সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকায় গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। একইসঙ্গে আগামী ২ দিন সারাদেশের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পরবর্তী শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখা যায়নি।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না। তবে আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই গত ২-৩ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অপরদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও ঢাকার তাপমাত্রা কমার আভাস মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এসব এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ফলে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এসময়ের মধ্যে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
আরও পড়ুন
অন্যদিকে, আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এছাড়া, সংস্থাটির পক্ষ থেকে আরও জানাোন হয়েছে, ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘন্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ফেণীতে। যার পরিমাণ ছিল ৩১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাটে। যার পরিমাণ ছিল ১০ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।
আরএইচটি/এসএম