দেশে তিন বছর ধরে মানুষের প্রকৃত আয় কমছে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫
জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি।
সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায়, সে জন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে। আগামীকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে।
সমকাল
সচিবালয়ের ৫৮৯ সিসি ক্যামেরাই ‘অন্ধ’
প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র সচিবালয়ে গতিবিধি পর্যবেক্ষণে বসানো আছে ৬২৪ সিসি ক্যামেরা। পিলে চমকানো তথ্য হলো, এসব ক্যামেরার কেবল ৩৫টি এখন সচল। ৯৫টি অর্ধ-বিকল, বাদবাকি ৪৯৪টি পুরোপুরি অচল। সচিবালয়ের তিন ফটকে আছে চারটি ব্যাগেজ স্ক্যানার। এর সবটিই নষ্ট। এ ছাড়া ছয়টি আর্চওয়ের কোনোটাই কাজ করে না; সবই ‘মৃত’। খোদ সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে এমন ভয়ংকর ‘বিকল কাহিনি’। এসব নষ্ট সরঞ্জামের তালিকা সচিবালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রতিবেদনে তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা বরাদ্দ চেয়েছে।
গেল ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচ মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। সরকারি ছুটির দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে। পাশাপাশি নানা কারণে সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি করেছে সরকার। এমন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে সচিবালয়ের নিরাপত্তার দুর্দশার চিত্র সামনে এলো।
কালবেলা
এখনো পৌঁছায়নি প্রায় ৩০ কোটি পাঠ্যবই
পঞ্চগড় জেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের চাহিদার ৬ লাখ ৭৬ হাজার ৪১১ কপি বইয়ের মধ্যে এখন পর্যন্ত গিয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৮১ কপি। সব মিলিয়ে ১৯ দশমিক ৬৮ শতাংশ বই গিয়েছে জেলাটিতে। জেলার পাঁচটি থানায় প্রাক-প্রাথমিকের শতভাগ বই গেলেও প্রথম শ্রেণির ৮৩ হাজার বইয়ের মধ্যে ২৭ হাজার, দ্বিতীয় শ্রেণির ৮৩ হাজারের মধ্যে ২৭ হাজার, তৃতীয় শ্রেণির ১ লাখ ৬০ হাজারের মধ্যে ২৪ হাজার, চতুর্থ শ্রেণির ১ লাখ ৫১ হাজারের মধ্যে ১ হাজার এবং পঞ্চম শ্রেণির ১ লাখ ৪৬ হাজারের মধ্যে ১ হাজার কপি বই পাঠানো সম্ভব হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার কালবেলাকে বলেন, এখন পর্যন্ত প্রাথমিকের ২০ শতাংশ বই আমরা পেয়েছি। অবশিষ্ট বই কবে পাব জানি না।
পঞ্চগড়ের মতো প্রায় একই অবস্থা অন্য জেলাগুলোতেও। অথচ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছিল, ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের সব বই ছাপিয়ে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, মাধ্যমিকের বইয়ের অবস্থা আরও করুণ। এখন পর্যন্ত এই স্তরের ৩০ কোটি বইয়ের মধ্যে সাড়ে ৪ কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে।
বণিক বার্তা
পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ৭ হাজার ২১৫ জনের পদোন্নতি
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকে প্রায় ১০ হাজার কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে ৭ হাজার ২১৫ জনই পদোন্নতি পেয়েছেন সুপার নিউমারারি (পদ ছাড়াই পদায়ন) ভিত্তিতে। নজিরবিহীন এ পদোন্নতি দেয়া হয়েছে ব্যাংকগুলোর অর্গানোগ্রাম বা জনবল কাঠামো ভঙ্গ করে। পদ না থাকলেও এত বিপুলসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে এর আগে কখনই এভাবে গণপদোন্নতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাংকগুলোয় এখন শৃঙ্খলা আরো ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা।
মানবজমিন
ছিনতাই, জমি দখলের অভিযোগই বেশি
শনিবার বেলা ১২টা। স্পট ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা। ডিউটি অফিসারের রুমে অভিযোগ করতে এসেছেন শনির আখড়া এলাকার বাসিন্দা তুষার। গত ১০ই জানুয়ারি রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে হেঁটে হেঁটে মোবাইলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী ছুরি ঠেকিয়ে তার মোবাইল ফোন নিয়ে যায়। পরে তিনি মোবাইল ফোন হারানোর একটি জিডি করেন। শুধু তুষার নন। সাম্প্রতিক সময়ে ঢাকায় ছিনতাই বেড়ে যাওযায় প্রায়ই থানায় অভিযোগ করতে আসছেন ভুক্তভোগীরা। থানাসূত্রগুলোও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যত অভিযোগ আসছে তার বেশির ভাগই ছিনতাইয়ের অভিযোগ। সরজমিন যাত্রাবাড়ী থানায় অবস্থান করেও একই অভিযোগ বেশি আসার সত্যতা মিলেছে। এর বাইরে যাত্রাবাড়ী থানায় জমি দখলকে কেন্দ্র করে মারামারি, তরুণ-তরুণী পালিয়ে যাওয়ার মতো অভিযোগও আসছে। যাত্রাবাড়ী থানাসূত্র জানিয়েছে, ৫ই আগস্টের পর থানায় চুরি, ছিনতাই ও জমিদখল নিয়ে বিরোধের ঘটনা বেড়েছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
সরকার মেডিক্যাল ডিভাইস বা চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট বাড়াতে পারে—এমন আশঙ্কায় আগেই কিছু জিনিসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে আমদানিকারক ব্যবসায়ী সমিতি। এর মধ্যে রয়েছে চোখের কৃত্রিম লেন্স ও হৃদরোগের জরুরি চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট।
গতকাল সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট আমদানিকারকদের মধ্যে এ বিষয়ে একটি সভা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য এবং সেবার ওপর মূল্য মূসক ও সম্পূরক শুল্ক বাড়াল সরকার।
প্রথম আলো
দেশে তিন বছর ধরে মানুষের প্রকৃত আয় কমছে
টানা তিন বছর ধরে দেশের মানুষের প্রকৃত আয় কমছে। তার বিপরীতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে এক বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে দেশের মানুষ। কিন্তু মানুষের আয় সেভাবে বাড়েনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার। প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি। ফলে সাধারণ ও সীমিত আয়ের মানুষের বাজার থেকে নিত্যপণ্য ও সেবা কেনার সামর্থ্য কমেছে।
সমকাল
চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর
ওষুধে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়িয়েছে সরকার। একই নীতিতে ভ্যাট বাড়তে পারে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামেও। একই সঙ্গে বেড়েছে ডলারের দাম। এতে আরেক দফা বাড়তে পারে চিকিৎসা ব্যয়। তবে ঔষধ প্রশাসন বলছে, রোগীর ওপর চাপ পড়ে, এমন সিদ্ধান্ত নেওয়া হবে না। স্বল্প মূল্যে নিরাপদ ও টেকসই চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে চায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে এসব পণ্যের দর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল সোমবার সকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরে মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মেডিকেল ডিভাইস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অফথালমিক প্রোডাক্টস ইম্পোর্টার্স অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবসায়ীরা হার্টের স্টেন্ট (রিং), চোখের লেন্সসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের দাম পুনর্বিবেচনার দাবি জানান। নতুন করে ডলারের মূল্যবৃদ্ধি ও স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়ানোর আশঙ্কা থেকে এমন দাবি তাদের। এ ছাড়া অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ২ দশমিক ৪ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। ভ্যাট বৃদ্ধির কারণে ওষুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বণিক বার্তা
বিপিডিবির আর্থিক ক্ষতি বাড়িয়ে চলেছে পিক লোড বিদ্যুৎ কেন্দ্র
দেশে গ্রীষ্ম মৌসুমে পিক আওয়ারে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা থাকে গড়ে চার হাজার মেগাওয়াট। অথচ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পিক লোডভিত্তিক (চাহিদা বাড়লে ব্যবহার হয় এমন কেন্দ্র) বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা রয়েছে সাড়ে আট হাজার মেগাওয়াট। এর বেশির ভাগই বেসরকারি খাতের ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র, যেখানে উৎপাদন খরচ সবসময়ই বেশি। তাই পরিকল্পনা অনুযায়ী, পিক আওয়ারে (দিন ও সন্ধ্যায়) বিদ্যুতের চাহিদা বাড়লেই কেবল এসব কেন্দ্র উৎপাদনে থাকার কথা। কিন্তু বেজ লোডভিত্তিক (সার্বক্ষণিক চালু থাকবে এমন) কেন্দ্রের জ্বালানি সংকটের কারণে উচ্চ মূল্যের পিক লোড কেন্দ্র চালাতে বাধ্য হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে সংস্থাটির আর্থিক ক্ষতি বেড়েই চলেছে।
কালের কণ্ঠ
দেড় মাস ধরে ভূমিসেবা বন্ধ চরম দুর্ভোগ মানুষের
সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে পাঁচটি ভূমিসেবাকে একত্র করেছে সরকার। নতুন প্রক্রিয়ায় গ্রাহকদের ভোগান্তি কমবে বলে দাবি করেছিল ভূমি মন্ত্রণালয়। কিন্তু প্রায় দেড় মাস ধরে কার্যত বন্ধ রয়েছে ভূমিসেবা কার্যক্রম। নতুন সফটওয়্যারের ধীরগতি ও গ্রাহকসেবার বিভিন্ন সুবিধা যুক্ত না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা।
এদিকে লগইন আইডি না পাওয়ায় ভূমি ও ফ্ল্যাট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোও নামজারি ও খাজনা দিতে পারছে না। কার্যত নতুন সফটওয়্যারের কারণে ভূমি ও ফ্ল্যাট ব্যবসায় ধস নেমেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্প পরিচালকের অদক্ষতায় পাইলট প্রজেক্ট ছাড়াই ভূমিসেবা সফটওয়্যার আপগ্রেডেশন হওয়ায় ভোগান্তি শুরু হয়েছে। এতে সরকার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
দেশ রূপান্তর
আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে দেশের মানুষ। এর মধ্যে গত বৃহস্পতিবার গুঁড়ো দুধ, বিস্কুট, আচার, টমেটো, জুস, ফলমূলসহ শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে মানুষের ওপর ভ্যাটের চাপ আরও বাড়বে। বাড়তি দামে কিনতে হবে নিত্যপণ্য, সেবা নিতেও দিতে হবে বাড়তি পয়সা। ইতিমধ্যে অনেক পণ্যই বাড়তি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। আসন্ন রমজানে বাড়তি দামের রথ কোথায় গিয়ে পৌঁছাবে সেটি নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষ করে ফলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে ভোক্তা-বিক্রেতা সবার মধ্যেই রয়েছে উদ্বেগ। অনেকে আশঙ্কা করছেন, এবার রোজায় ইফতারের পদ থেকে বাদ রাখতে হবে ফল। এ ছাড়া বাড়তি দামের এই খড়গ দীর্ঘমেয়াদে মানুষের প্রয়োজনীয় পুষ্টি তালিকাকেও কাঁটছাট করবে।
ইত্তেফাক
বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক
গত ১৯ দিন যাবত বদলি সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি-প্রত্যাশী দুই লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এই বদলি প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষাঙ্গন ও অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কোনো প্রতিকার মিলছে না। অতি জরুরি কারণে বদলি পেতে শত শত শিক্ষক-শিক্ষিকা মন্ত্রণালয়ে ধরনা দিলেও কোনো লাভ হচ্ছে না। বিশেষ করে নারী শিক্ষকরা বেশি বিপাকে পড়েছেন। তাদের সন্তান, স্বামী ও পরিবার দূর জেলায় থাকলেও সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
যুগান্তর
হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিন মামলা
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে প্রধান আসামি করা হয়েছে। আর সহযোগী আসামি করা হয়েছে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাগুলো দায়ের করা হয়। এর আগে রোববার একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক।
কালের কণ্ঠ
ভিডিও কনফারেন্সিং প্রকল্পে ২৫% ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন
সরকারের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফরম শক্তিশালীকরণ প্রকল্পে বাজেট প্রায় ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব ঘিরে প্রশ্ন উঠেছে। পরামর্শক খাতে সাড়ে ছয় কোটি টাকা, তথ্য-প্রযুক্তি সরঞ্জামে চার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব এবং মেয়াদ আরো দুই বছর বাড়ানোর বিষয়টি পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে পড়েছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এই ব্যয় বৃদ্ধিকে প্রয়োজনীয় দাবি করলেও বিশেষজ্ঞরা স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার অভাবের অভিযোগ তুলেছেন।
কালবেলা
ব্যাংক লুটতে ২০ কোম্পানি খোলে নুরজাহান গ্রুপ
দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারের বড় ব্যবসায়ীদের মধ্যে একটি হচ্ছে নুরজাহান গ্রুপ। এক সময় মাররিন ভেজিটেবল অয়েলস লিমিটেড, নুরজাহান সুপার অয়েল লিমিটেড, জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেডসহ গ্রুপটির ছিল ২০টির মতো কোম্পানি। ব্যাংক থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে একের পর এক এসব কোম্পানি খোলা হয়। দেখা গেছে, কোম্পানি খোলার কয়েক বছরের মধ্যে সেই কোম্পানির আর অস্তিত্বই মেলেনি।
আদালত বলছেন, ব্যাংকগুলোর দাবি, আদালতে চলা মামলায় প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণখেলাপি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন রতন। কিন্তু এই টাকা পরিশোধে ছিল না তার কোনো আগ্রহই। যে কারণে ছয় হাজার কোটি টাকার খেলাপি ঋণের একাধিক মামলার পরোয়ানা থাকায় দেশের অন্যতম এই ঋণখেলাপিকে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার বাড্ডা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
এছাড়া সিএসআরের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা নিতেন নজরুল; অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীরা ঘরে ফিরলেন; সানডে টাইমসের প্রতিবেদন / টিউলিপের প্রচারপত্রসহ গণভবনে যা দেখা গেল; ‘ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে’; ডা. তাহের জানালেন / বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ নেই; শেখ রেহানা ও তার তিন সন্তানের নামে দুদকের তিন মামলা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
