নারায়ণগঞ্জ-গাজীপুরে ১১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ ও গাজীপুরে ১১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মীরেরটেক আবাসিক এলাকার দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত ৩০০ বাড়ির প্রায় ৫০০চুলার অবৈধ গ্যাসের লাইন এবং অবৈধ ঢালাই কারখানার একটি বড় ক্রুসিবল ফার্নেসের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় ১.৫ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৪৮০ ফিট, ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট ২০ ফিট এবং ৩/৪ ইঞ্চি ডায়া বিশিষ্ট ২০০ ফিট এমএস পাইপ উচ্ছেদ এবং অবৈধ বিতরণ লাইনের অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।
আরও পড়ুন
আরেক অভিযানে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে গাজীপুরের কাশিমপুর থানা এলাকাধীন সারদাগঞ্জ এলাকায় ৩টি পয়েন্টে প্রায় ২৫০ আধাপাকা বাড়ি এবং ২০ ভবনের মোট ৬০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়েছে। এসময় অবৈধভাবে স্থাপিত ৩/৪, ১ ও ২ ইঞ্চি ব্যাসের মোট ৩৭০ ফুট পাইপ উত্তোলনপূর্বক জব্দ করা হয়েছে।
৬০০ চুলার বিপরীতে ঘণ্টা প্রতি লোড ১২ হাজার ৬০০ ঘনফুট ও দৈনিক গ্যাসের পরিমাণ এক হাজার ২০০ ঘনমিটার এবং দৈনিক বিলের পরিমাণ ২১ হাজার ৬০০ টাকা।
ওএফএ/এমএন