এশিয়ার মধ্যে সবার নিচে বাংলাদেশের পুঁজিবাজার

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সংসদের মেয়াদ চার বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) এবং আরেকটি উচ্চকক্ষ (সিনেট)। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এ ছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।
বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর। আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ রয়েছে ২৫ বছর। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই।
বণিক বার্তা
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচনসহ ১৫০ সুপারিশ
জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেখানে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনে ‘না ভোট’-এর বিধান পুনঃপ্রবর্তনসহ অন্তত ১৫০টি সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গতকাল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে। সেখানে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন।
প্রথম আলো
খুলনায় ‘নাটুকে’ পার্কে জলবায়ুর টাকা
সাত-সাতবার টানাহেঁচড়ার পর অবশেষে নাম পেল পার্কটি। প্রায় সাত বছর ধরে নাটকীয় ঘটনার পর গত ২৪ ডিসেম্বর চূড়ান্তভাবে লেখা হয়েছে ‘খুলনা রিভারভিউ পার্ক’। তার আগে এটি ঘুরপাক খায় খুলনা ডিসি পার্ক, মুক্তিযোদ্ধা পল্লী, বঙ্গবন্ধু ইকোপার্ক, শেখ রাসেল ইকোপার্ক, জেলা প্রশাসন পার্ক ও খুলনা ইকোপার্ক নামের চক্রে। মূলত মালিকানা দখলের চেষ্টাতেই এসব ঘটনা ঘটায় খুলনা জেলা প্রশাসন ও বন বিভাগ।
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, খুলনার এই আলোচিত পার্কটি কুক্ষিগত করার উদ্দেশ্যে নানা কৌশল করেছে জেলা প্রশাসন। দরকার পড়লেই তারা ‘বঙ্গবন্ধু’র ভয় দেখিয়ে প্রতিপক্ষ হটিয়েছে; আবার নামের সঙ্গে ‘ইকোপার্ক’ জুড়ে দিয়ে জলবায়ু তহবিলের টাকা এনেছে। এই সুযোগে বন বিভাগ আবার প্রকল্প তৈরি করে পার্কের কর্তৃত্ব নিয়েছে। প্রকল্পটির মেয়াদ ছিল গত বছরের জুন পর্যন্ত। কিন্তু তার আগেই ২০২৩ সালের ২৫ ডিসেম্বর পার্কের উদ্বোধন সেরে ফেলে জেলা প্রশাসন। বন বিভাগকে না জানিয়েই তড়িঘড়ি করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
মানবজমিন
ঐকমত্যে গণ-অভ্যুত্থানের সনদ তার ভিত্তিতে নির্বাচন
রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৪টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে এই প্রতিবেদন তুলে দেন সংশ্লিষ্ট কমিশন প্রধানরা। এদিন জানানো হয়েছে আরও ৬টি কমিশন প্রতিবেদন
জমা দিতে এক মাস সময় পেয়েছে। তাদের রিপোর্ট জমা হলে ফেব্রুয়ারিতে পুরো সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আলোচনার মাধ্যমে তৈরি হবে গণ- অভ্যুত্থানের সনদ। যার ভিত্তিতে হবে জাতীয় নির্বাচন। চার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন তথ্য জানিয়ে বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্বপ্নের যাত্রা শুরু হলো।
দেশ রূপান্তর
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার। চলার পথে মনিটরে দেখা মিলবে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটারের নির্দেশনা। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেপরোয়া গতিতে চলে কিছু প্রাইভেট কার। এর চালকের আসনে থাকেন উঠতি বয়সী তরুণ-তরুণীরা। বেশিরভাগ চালকরাই মানেন না গতির সীমা। রাতের এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেন গাড়ির ‘রেসিং ওয়ে’। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ নিয়ে উদ্বেগ থাকলেও তদারকির কেউ নেই।
বণিক বার্তা
এশিয়ার মধ্যে সবার নিচে বাংলাদেশের পুঁজিবাজার
দেউলিয়া হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যাওয়া শ্রীলংকা কিংবা অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত পাকিস্তানের পুঁজিবাজার গত বছর বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এশিয়ার উদীয়মান পুঁজিবাজারগুলোয় সবচেয়ে বেশি রিটার্ন এসেছে এ দুই দেশের পুঁজিবাজারে। এ সময় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পুঁজিবাজারে রিটার্ন ছিল কিছুটা নেতিবাচক। অন্য দেশগুলোর পুঁজিবাজার গত বছর ইতিবাচক ধারায় ছিল। শুধু সূচকের রিটার্ন নয়, বাজার মূলধন, লেনদেন, বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণসহ আরো অনেক সূচকেই এগিয়ে ছিল এসব দেশের পুঁজিবাজার। যদিও এক্ষেত্রে পুরোই বিপরীত চিত্র বাংলাদেশে।
সমকাল
গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত ৩৩
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ-সংবলিত গ্রাফিতি (দেয়ালে আঁকা বিশেষ বার্তাবহ চিত্রকর্ম) রাখার পক্ষে-বিপক্ষে দুটি সংগঠনের কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক দুটি সংগঠন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা এবং স্টুডেন্টস ফর সভরেন্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে দু’পক্ষকে সরিয়ে দেয়। দুই সংগঠনেরই দাবি, অপর পক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যই বেশি।
আরও পড়ুন
মানবজমিন
পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণসহ একইসঙ্গে বাহিনী সংস্কারের জন্য ২২টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে ওই প্রতিবেদন জমা দেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। তিনি বলেন, ২ লাখ ২০ হাজারের বেশি পুলিশকে তিন হাজারের বেশি আইন নিয়ে কাজ করতে হয়। এর মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত করাসহ বেশ কিছু সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।
এ ছাড়া পুলিশের নিয়োগ, পদোন্নতি এবং নজরদারি নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ান ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন।
কালের কণ্ঠ
যেন আত্মীয়-স্বজন পুনর্বাসন কেন্দ্র
ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) গত ১৫ বছরে নিয়োগ ও পদোন্নতিতে সীমাহীন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই আরেকটি কমিটি গঠন করা হবে। এ দুই কমিটি সরকারি এই প্রতিষ্ঠানের সব ধরনের অবৈধ নিয়োগ ও দুর্নীতি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে।
সুপারিশের আলোকে প্রশাসনিক ব্যবস্থা নেবে ধর্ম মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের সময় নিয়োগ পাওয়া তাঁর আত্মীয়-স্বজন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের রাতের ঘুম হারাম।
বণিক বার্তা
ক্ষমতার অপব্যবহার কমিয়ে দুদককে শক্তিশালী করতে ৪৭ সুপারিশ
ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবিধানের অঙ্গীকার, দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন, ন্যায়পাল প্রতিষ্ঠা ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাবসহ ৪৭ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গতকাল জমা দেয়া প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এ প্রতিবেদন জমা দেন।
সমকাল
শেখ হাসিনার ‘কাছের লোক’ কারা কর্মকর্তা মাহাবুব এখনও নিরুদ্দেশ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী কারা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম এখনও নিরুদ্দেশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কর্মস্থলে নেই তিনি। স্থায়ী ঠিকানায় চিঠি দিয়েও মাহাবুবের সাড়া পায়নি কারা অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছর গুরুত্বপূর্ণ কারাগারে কর্মরত ছিলেন তিনি। তাঁর চাকরিজীবনের বেশি সময় কেটেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এর মধ্যে নিয়ম ভেঙে সর্বশেষ টানা সাত বছর জেলার হিসেবে এই কারাগারের দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর বিরুদ্ধে বন্দিদের সুবিধা দিয়ে উৎকোচ আদায়সহ নানা অভিযোগ ছিল।
কালের কণ্ঠ
খেলাপি না হতে ছয় মাস সময় চান ব্যবসায়ীরা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানায় বাড়ছে খেলাপি ঋণ। এতে ব্যবসায়ীরা আগের চেয়ে কম সময়েই খেলাপি হয়ে যাচ্ছেন। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ঋণখেলাপি হওয়ার জন্য আগের মতো অন্তত ছয় মাস সময় দেওয়া উচিত।
আইএমএফ বলছে, কেউ তিন মাসের মধ্যে ঋণ শোধে ব্যর্থ হলে তা খেলাপি হয়ে যাবে। এতেই আপত্তি ব্যবসায়ীদের। এ নিয়ে তাঁদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সংস্থাটির শর্ত মেনে হিসাব করায় অনেকেই খেলাপি হয়ে পড়ছেন।
কালবেলা
ঢাকায় চার দিনে ‘খরচ’ সাড়ে ২৫ হাজার গুলি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর সাতটি এলাকায় চার দিনেই ২৫ হাজারের বেশি গুলি ব্যবহার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই সময় নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানিয়েও গুলি করা হয়। গত বছরের ১৮ জুলাই থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে চার দিন ধরে যাত্রাবাড়ী, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর চলে এই নারকীয় তাণ্ডব। ওই সময় থানায় দায়ের করা ২৮টি মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে।
এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, ওই সময় এসব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের মোট ২৫ হাজার ৬৮৩ রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে ৭.৬২ (সেভেন পয়েন্ট সিক্স টু) বোরের গুলি নিক্ষেপ করা হয় ৩ হাজার ৯৪টি। চায়নিজ রাইফেল, এসএমজি ও পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয়। আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই গুলি প্রাণঘাতী।
এছাড়া দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব; রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন; পররাষ্ট্র উপদেষ্টা / চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ; নিজেদের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
