ভ্যাকসিন ক্রয়সহ একনেকে উঠবে ৭ প্রকল্প

করোনার ভ্যাকসিন ক্রয় করতে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ শীর্ষক প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাতটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে নয় হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে এনইসি প্রান্তে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।
সোমবার (৪ জানুয়ারি) রাতে পরিকল্পনামন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা উপ-প্রধান মো. শাহেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
একনেক কার্যপত্রে দেখা গেছে, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগ থেকে মোট তিনটি প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে। এরমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ ও ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ শীর্ষক প্রকল্পটি সভায় তোলা হবে। এছাড়া ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়)’ প্রকল্পটি তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরমধ্যে একটি হলো ‘সুন্দরবন সুরক্ষা’ শীর্ষক প্রকল্প। এ প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে। আরেকটি হলো- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (তৃতীয় পর্যায়)’ প্রকল্প।
অন্যদিকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের আওতায় অন্য দুইটি প্রকল্প একনেক সভায় উপস্থাপন করা হবে। প্রকল্প দুটি হচ্ছে- ‘জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (সিলেট জোন) (প্রথম সংশোধন)’ প্রকল্প। যা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘চিটাগাং সিটি আউটার রিং রোড (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পটি আজকের একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে।
এসআর/এমএইচএস