মানসিক স্বাস্থ্যে নজর কম, থামছে না আত্মহনন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে কমিশন
দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন।
গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন। এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কালের কণ্ঠ
একাধিক আসনে প্রার্থিতা নয় শীর্ষনেতাদের জন্য ঝুঁকি
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সংসদ নির্বাচনের আইন সংস্কারের যেসব সুপারিশ করেছে তার অন্যতম হচ্ছে, একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা। কমিশনের পক্ষে বলা হচ্ছে, মূলত দুটি কারণে এই সুপারিশ করা হয়েছে। প্রথমটি হচ্ছে উপনির্বাচনের ব্যয় কমানো। আর দ্বিতীয়টি হচ্ছে প্রভাবশালী কোনো প্রার্থীকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে সংশ্লিষ্ট আসনের প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করা।
আজকের পত্রিকা
রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত
রাজধানীর ফার্মগেটে একটি রেস্তোরাঁয় ঝড়ের গতিতে ১০-১২ জন যুবক ঢুকে পড়লেন। একজন ম্যানেজারকে বললেন, ‘তোরে না কইছি ভাই পাঠাইছে, আজকের মধ্যেই ব্যবস্থা কর। নইলে ঢাকা ছাড়।’ কয়েক দিন আগে রাত ৯টার দিকে হুমকি দেওয়ার সময় এ প্রতিবেদক সেখানে খাবার খাচ্ছিলেন। যুবকেরা চলে যাওয়ার পর ম্যানেজারের কাছে জানতে চাইলে বললেন, ‘কয়েক দিন ধরে তারা মালিককে খুঁজছে। বলছে, মোল্লা মাসুদ তাদের পাঠাইছে। মাসে মাসে চাঁদা চায়। খোঁজ নিয়ে জেনেছেন, তারা শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের কথা বলেছে।’
২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিল মোল্লা মাসুদের নাম। গত ৫ আগস্টের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অভিযোগ উঠেছে, মুক্তির পর তিনি ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন। শুরুতে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সঙ্গে তাঁর বিরোধ হলেও পরে সমঝোতা হয়েছে।
বণিক বার্তা
অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী অর্থবছরের জন্য ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকার কমানো হলেও আসন্ন বাজেটের ব্যাপ্তি ৮ লাখ কোটি টাকার নিচে নামবে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে চলতি অর্থবছরের (২০২৪-২৫) জন্য মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার।
সমকাল
বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের
বেসরকারি অন্তত সাতটি বিশ্ববিদ্যালয় দখলের পর ফোকলা করার অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর মধ্যে রাষ্ট্রপতি ও আচার্যের ক্ষমতা বলে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ভেঙে সেখানে বসানো হয় তৎকালীন সরকারের মন্ত্রী-এমপি ও নেতাদের। পেশিশক্তি দিয়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে ঢুকে কয়েকশ কোটি টাকা লুটেছেন তারা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে লাপাত্তা দখলদাররা। এ সুযোগে কর্তৃত্ব বুঝে নিচ্ছেন পুরোনো মালিকরা। তবে বিপুল বেহাত অর্থ ফেরত নিয়ে সন্দিহান তারা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট কায়দায় বিশ্ববিদ্যালয় দখল হয়েছিল। আমরা চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন মেনে প্রকৃত প্রতিষ্ঠাতাদের মাধ্যমে চলুক। ইতোমধ্যে কয়েকটির কর্তৃত্ব বুঝে পেয়েছেন মালিকরা।’ তহবিল তছরুপ প্রশ্নে তিনি বলেন, ‘এটি দুদকের তপশিলভুক্ত অপরাধ। আমাদের নজরে কিছু এলে তদন্তে তাদের কাছে পাঠাচ্ছি।’
টিবিএস
শীর্ষ ঋণগ্রহীতা বেক্সিমকো, এস আলম এখন শীর্ষ খেলাপি—এক ডজনের বেশি ব্যাংককে ঝুঁকিতে ফেলেছে
দেশের শীর্ষ ঋণগ্রহীতা বেক্সিমকো ও এস আলম – শেখ হাসিনার সরকার পতনের পর থেকে শীর্ষ খেলাপি হিসেবে আবির্ভূত হয়েছে। এতে এক ডজনের বেশি ঋণ প্রদানকারী পড়েছে গভীর সংকটে, ব্যাংকখাতের স্থিতিশীলতার জন্য যা ব্যাপক ঝুঁকিও তৈরি করেছে।
গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত, খেলাপি তালিকায় শীর্ষে ছিল বেক্সিমকো। এই খেলাপির মোট পরিমাণ ছিল ২৩ হাজার ১২০ কোটি টাকা। অন্যদিকে, এস আলম গ্রুপ ১১ হাজার ৭৩৪ কোটি টাকার খেলাপি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। বাংলাদেশ ব্যাংকের করা শীর্ষ ১০ খেলাপির একটি তালিকায় এ তথ্য দেওয়া হয়েছে, যা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও দেখেছে।
যুগান্তর
ব্রিটিশ-বাংলাদেশের দ্বৈত নাগরিক মোহাম্মদ আদনান ইমাম। বিতর্কিত এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। শেয়ারবাজারে কারসাজি করে সরিয়েছেন বিপুল অঙ্কের অর্থ। অভিযোগ আছে-শেয়ারবাজার লুট ও ব্যাংক ঋণের টাকার বড় অংশ পাচার করে যুক্তরাজ্যে গড়েছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। সেখানে বিভিন্ন খাতে কোম্পানি খুলে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। শুধু আবাসন খাতেই তার ১৩৩৯ কোটি টাকা বিনিয়োগের সরকারি তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
কালের কণ্ঠ
নতুন বছর শুরুর আগেই এক বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে এক বছরে কত দিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে—এসবের উল্লেখ থাকে। যেসব স্কুল শিক্ষাপঞ্জির বাইরে আরো কিছু পরীক্ষা নেয়, তারাও বছরের শুরুতে সেটা ঠিক করে দেয়। কিন্তু ২০২৫ শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনো বেশির ভাগ শিক্ষার্থী পাঠ্যবই হাতে পায়নি।
বই নিয়ে চলছে রীতিমতো হাহাকার। এরই মধ্যে নতুন বছরের ১৮ দিন পার হলেও বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখাও অনেকটা বন্ধ। শুরুতেই শিক্ষার্থীরা পাঠে এমন হোঁচট খাওয়ায় অভিভাবকরাও চিন্তিত।
প্রথম আলো
আসছে মুদ্রানীতি, কী হবে আবারও নীতি সুদ বাড়লে
প্রায় তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সেই সঙ্গে আছে এখনকার বিশেষ রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে সাধারণত অর্থনীতির অধোগতি দেখা যায়। এই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক আবারও নীতি সুদহার বাড়ালে পরিস্থিতির আরও অবনতি হবে বলেই শঙ্কা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, অর্থবছরের প্রথম চার মাসের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৬। এই হার গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু তা-ই নয়, এ সময় শিল্পের প্রয়োজনীয় মধ্যবর্তী পণ্য ও মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমেছে। এ ছাড়া ২০২৩ সালের জুলাই-নভেম্বরের তুলনায় ২০২৪ সালের একই সময়ে ভোগ্যপণ্য আমদানির ‘এলসি সেটেলমেন্ট’ কমেছে ১৩ শতাংশ। অর্থাৎ ঋণপত্রের নিষ্পত্তি হয়েছে কম।
আরও পড়ুন
সমকাল
মানসিক স্বাস্থ্যে নজর কম, থামছে না আত্মহনন
অভিমান, প্রেম, পড়াশোনার চাপ, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক অস্থিতায় ভুগে গেল বছর ৩১০ শিক্ষার্থী আত্মহননের পথে হেঁটেছেন। এর মধ্যে ৪৬.১ শতাংশই মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, এ হার ৬১ শতাংশ। বিশ্লেষকরা মনে করেন, অনিয়ন্ত্রিত আবেগ ও তুলনামূলক দুর্বল মানসিক স্থিতিশীলতার কারণে মেয়ে শিক্ষার্থীরা সহজে হতাশায় ডুবে এ পথে পা বাড়াচ্ছে।
২০২৪ সালে দেশে আত্মহত্যার ঘটনা নিয়ে আঁচল ফাউন্ডেশনের করা জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার ভার্চুয়ালি আয়োজিত ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে আত্মহত্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানসিক স্বাস্থ্যবিষয়ক সহায়তার পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
বণিক বার্তা
দুই মাসে আমন সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশের কম
চলতি আমন মৌসুমে খাদ্য মন্ত্রণালয় থেকে ধান-চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১০ লাখ টন। এ কর্মসূচির আওতায় গত ১৭ নভেম্বর আমন মৌসুমের সংগ্রহ অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর। মন্ত্রণালয়ের হিসাবে দেখা যাচ্ছে, গত বুধবার পর্যন্ত এ কর্মসূচির আওতায় সরকার ধান-চাল সংগ্রহ করতে পেরেছে মাত্র ৩ লাখ ২৩ হাজার ৩৫ টন। অর্থাৎ প্রায় দুই মাসে নির্ধারিত লক্ষ্যের এক-তৃতীয়াংশও সংগ্রহ করতে পারেনি সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, এ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সে অনুযায়ী হাতে দেড় মাসও সময় নেই। এ অল্প সময়ের মধ্যে বাকি ধান-চাল সংগ্রহ করা যাবে কিনা সে বিষয়ে সন্দিহান খোদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও।
মানবজমিন
মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশির ফেরার আকুতি
দেশি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের লোভের বলি হয়ে কয়েকশ’ প্রবাসীর জীবন এখন দুর্বিষহ। বিভিন্ন দেশের বিদ্রোহীদের কাছে তাদের বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে থাইল্যান্ড, মিয়ানমার লাওস, কম্বোডিয়া, চীনসহ বিভিন্ন সীমান্তের গহিন অরণ্যে। থাইল্যান্ড সীমান্তের অদূরে মিয়ানমারের একাধিক স্ক্যাম সেন্টারে কয়েক মাস ধরে জিম্মি অবস্থায় দিনাতিপাত করছেন ১৮ জন প্রবাসী বাংলাদেশি। নিকটজনের মাধ্যমে থাইল্যান্ডে মোটা অঙ্কের বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তাদের নিয়ে সেখানে জিম্মি করা হয়েছে। অন্ধকার যুগে মানুষকে যেভাবে ক্রয়-বিক্রয় করা হতো এখনো যুদ্ধ বা সংঘাতকবলিত এলাকায় তা-ই চলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পেশাদাররা।
প্রথম আলো
স্বাস্থ্যে রাজনৈতিক বিবেচনায় গবেষণা
দেশের চিকিৎসা গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিএমআরসি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ১৫ বছরে হওয়া গবেষণার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গবেষণার কাজগুলো দেওয়া হয় অনেকটা রাজনৈতিক বিবেচনায়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, দলটির সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ও কর্মী অনেক গবেষণাকাজ পেয়েছেন। ঘুষ দিয়ে কাজ পেতে হয়, এমন অভিযোগও পাওয়া গেছে।
বিএমআরসির সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, প্রতিবছর গবেষণার জন্য বিজ্ঞাপন দিয়ে প্রস্তাব আহ্বান করা হয়। এরপর গবেষকের পরিচয় লুকিয়ে দুজন পর্যালোচকের কাছে সে প্রস্তাব পাঠানো হয়। ইতিবাচক মন্তব্য পাওয়ার পর সে প্রস্তাব বৈজ্ঞানিক পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়। কমিটি ইতিবাচক মতামত দিলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গবেষণা শুরু করার অনুমতি ও অর্থ দেওয়া হয়। যদিও অনেক ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে জানা যায়।
কালের কণ্ঠ
বায়ুদূষণ কমলে বছরে বাঁচবে লক্ষ প্রাণ
বায়ুদূষণ হ্রাস ও নিয়ন্ত্রণের মাধ্যমে বছরে এক লাখ মৃত্যু রোধ করা সম্ভব। এতে ক্ষয়ক্ষতিও অনেকাংশে কমে আসবে। বায়ুদূষণ ও বাতাসে ক্ষতিকর অতিক্ষুুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর কারণে বাংলাদেশে প্রতিবছর এক লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুস ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
যুগান্তর
চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নে পদে পদে গুরুতর অনিয়ম করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পর সংশোধন প্রস্তাব দেওয়া হয়। খরচ না বাড়িয়ে ৫৫ কোটি টাকা সাশ্রয়ের কথা বলা হলেও চতুরতার আশ্রয় নিয়ে উন্নয়ন পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ ফ্ল্যাড ও রিটেইনিং ওয়াল নির্মাণ। এ দুটি কাজ ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বেশিরভাগ কাজ শেষ না করেই কিলোমিটার প্রতি ফ্ল্যাডওয়াল নির্মাণ ব্যয় ১৯ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ ৫ বছরে ৫ ভাগ কাজও শেষ হয়নি। অপরদিকে রিটেইনিং ওয়ালের কাজ প্রায় শেষ হলেও এখন অতিরিক্ত প্রায় ২৭৯ কোটি টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে, যা রীতিমতো বিস্ময়কর। এভাবে চট্টগ্রামবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প ঘিরে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ চাউর হচ্ছে।
সমকাল
দেশে কর্মক্ষম জনসংখ্যার অর্ধেকই হিসাবের বাইরে
বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার প্রায় অর্ধেক শ্রমশক্তির বাইরে রয়ে গেছে। দেশের ৪৯ দশমিক ৫ শতাংশ মানুষ বর্তমানে শ্রমবাজারে নেই। বিদ্যমান জনশক্তির মধ্যে আবার নারী-পুরুষ বৈষম্য প্রকট। মোট শ্রমশক্তির ৭৮ দশমিক ৫ শতাংশই পুরুষ। বাকি ২১ দশমিক ২৫ শতাংশ নারী।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর সদরদপ্তর থেকে ‘বৈশ্বিক কর্মসংস্থান এবং সামাজিক আভাস: ২০২৫’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রথম আলো
ধর্ষণ মামলা: ৯২% আলামত পরীক্ষা ডিএনএ ল্যাবে আটকা
ঢাকার ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির (এনএফডিপিএল) বিভিন্ন বছরের ডিএনএ পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ধর্ষণের মামলার ৯২ শতাংশ ডিএনএ পরীক্ষার প্রতিবেদন নিয়ে জট তৈরি হয়েছে। প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, জনবল-সংকট ও প্রয়োজনের তুলনায় পরীক্ষার ব্যবস্থা কম থাকায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তৈরিতে দীর্ঘ জট তৈরি হয়েছে। সবচেয়ে বেশি জট তৈরি হয়েছে ধর্ষণের মামলার। ল্যাবে এখন ২০২২ সালের ধর্ষণের মামলার ডিএনএ প্রতিবেদনগুলো ছাড় করা হচ্ছে। ২০২৩ ও ২০২৪ সালের ১ হাজার ৩০৪টি পরীক্ষার মধ্যে ১০০টির মতো প্রতিবেদন দিতে পেরেছে ল্যাব।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং / সাড়ে পাঁচ মাসে ৪০ মাজারে হামলা; রায় দেওয়া হচ্ছে ‘অবৈধ’ টাকার অর্ডারশিটে; সরকারের মনোযোগ নেই অর্থনৈতিক সংস্কারে; তারেক রহমান / মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে; ভ্যাট না বাড়িয়ে অন্য উপায় খুঁজতে বলল বিএনপি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
