মানহীন সার ও কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

মানহীন সার ও কীটনাশক বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ সমন্বয় সভায় এ নির্দেশ দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ।
সভায় কৃষি প্রণোদনা উপকারভোগী পুনরায় যাচাই বাছাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। মানহীন সার ও কীটনাশক বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স দেওয়া সার ডিলারদের বিভিন্ন অনিয়মের বিষয়ে যুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন সমন্বয় সভায় উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সভায় বিএডিসির পদ সৃজন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিএডিসি ও অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর রাজস্ব খাতে পদ সৃজন সংক্রান্ত কার্যক্রম বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
এমএম/জেডএস