কেবল ‘জরুরি’ পাসপোর্টের আবেদন জমা নেওয়া হবে

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রাখবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।
অধিদফতর জানায়, শুধুমাত্র ‘জরুরি’, ‘অতীব জরুরি’ ক্যাটাগরি (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) ও ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের পাসপোর্ট ছাড়া আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেওয়া হবে না। তবে স্বাভাবিক নিয়মে পাসপোর্টের ডেলিভারি কার্যক্রম চলবে। আগামী ৩০ মে পর্যন্ত এভাবেই কার্যক্রম চালাবে অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান।
আদেশে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জরুরি ও গুরুত্বপূর্ণ পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ করা হবে।
অধিদফতরের প্রধান কার্যালয়ের সব শাখার দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান থাকবে। এছাড়াও অধিদফতরের আগারগাঁওয়ের পার্সোনালাইজেশন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু থাকবে। উত্তরার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও বেসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। পাশাপাশি সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
পাসপোর্টের ফি : ই-পাসপোর্ট
৪৮ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ
*রেগুলার : ৪,০২৫ টাকা, ২১ কার্যদিবসে
*এক্সপ্রেস : ৬,৩২৫ টাকা, ১০ কার্যদিবসে
*সুপার এক্সপ্রেস : ৮,৬২৫ টাকা, ২ কার্যদিবসে
৪৮ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ
*রেগুলার : ৫,৭৫০ টাকা, ২১ কার্যদিবসে
*এক্সপ্রেস : ৮,০৫০ টাকা, ১০ কার্যদিবসে
*সুপার এক্সপ্রেস : ১০,৩৫০ টাকা, ২ কার্যদিবসে
৬৪ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ
*রেগুলার : ৬,৩২৫ টাকা, ২১ কার্যদিবসে
*এক্সপ্রেস : ৮,৬২৫ টাকা, ১০ কার্যদিবসে
*সুপার এক্সপ্রেস : ১২,০৭৫ টাকা, ২ কার্যদিবসে
৬৪ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ
*রেগুলার : ৮,০৫০ টাকা, ২১ কার্যদিবসে
*এক্সপ্রেস : ১০,৩৫০ টাকা, ১০ কার্যদিবসে
*সুপার এক্সপ্রেস : ১৩,৮০০ টাকা, ২ কার্যদিবসে
এমআরপি ফি
২১ দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ তিন হাজার ৪৫০ ও সাত দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ ৬ হাজার ৯০০ টাকা লাগবে।
এআর/এসকেডি