রাজধানীতে ৭৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর পূর্ব মানিকনগর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়।
এসময় প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় রামপুরায় অবস্থিত এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
ওএফএ/এমএ