সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে এফবিআই

সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল।
বুধবার (২২ জানুয়ারি) এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে সোহেল দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম পুলিশ কমিশনার, সিটিটিসি মো. ছালেহ উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পরিদর্শনকালে এফবিআইয়ের প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
এমএসি/এমএন