মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

কুড়িগ্রাম উলিপুরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাওলানা আকবর আলীর (৯০) মৃত্যু হয়েছে। রোববার (৩ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় আকবর আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকবর আলী মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বার্ধক্যজনিত কারণে রোববার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলী কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ উলামাগঞ্জ গ্রামের বাসিন্দা।
তার ছেলে মো. রফিকুল ইসলাম জানান, পাঁচ সন্তানের জনক আকবর আলী উলিপুরের বালাচর নাসিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২০ সালে ৮ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
এমএইচএস