দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ

আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকার পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের চেয়ে কুয়াশার পরিমাণ কমে আসবে। এলাকাভেদে দুপুরের আগেই মিলতে পারে সূর্যের দেখা। কিন্তু গতকালের মতো আজও দেশের উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। একইসঙ্গে শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায়।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশজুড়ে কুয়াশার প্রাদুর্ভাব কমতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় কম কুয়াশা পড়েছে। কিন্তু আশপাশের নদীবাহিকায় অবস্থিত বিভিন্ন অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি। এগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হতে অঞ্চলভেদে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, গতকালের মতো আজও উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ফলেই সেসব এলাকায় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। যার কারণে শীতের অনুভূতি খানিকটা বেশি। এরমধ্যে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল সেটি চলমান রয়েছে।
অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ
অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ফলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এসময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
এর আগে, গতকাল রাতে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবার কোনো জায়গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এছাড়া, সারাদেশে আজ দিবাগত রাতে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএ