আফতাব নগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় চালক আব্দুস সালামকে (৬৫) হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা মো. সুজন বলেন, আমার চাচা চার দিন আগে শেরপুর থেকে ঢাকায় আসেন। এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে। এর আগে শেরপুর এলাকায় ছিনতাই কাবারির কবলে পড়ে রিকশা খুইয়েছেন আমার চাচা। ছিনতাইকারীরা আমার চাচাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়েছে।
আরও পড়ুন
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, আমরা খবর পেয়ে বাড্ডা থানার আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছিনতাইকারীরা তার মাথায় গুরুতর আঘাত করে তার কাছে থাকা রিকশাটি নিয়ে গেছে। এই ঘটনায় যারা জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।
এসএএ/এমএন