ডিএসসিসিতে ৭ কর্মকর্তার বদলি-পদায়ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাত কর্মকর্তাকে তাদের নিজ পদ এবং বিভাগ থেকে অন্য পদে বা বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) করপোরেশনের (ডিএসসিসি) সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব পদায়ন-বদলি করা হয়।
জানা গেছে, বস্তি উন্নয়ন বিভাগ থেকে বস্তি উন্নয়ন কর্মকর্তা সরমে আরা সুলতানাকে সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও বস্তি উন্নয়ন শাখার অঞ্চল-১ এর সমাজ কল্যাণ কর্মকর্তা করা হয়েছে। সমাজ কল্যাণ কর্মকর্তা লুৎফর রহমান তালুকদারকে অঞ্চল-১ থেকে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া সচিবের দফতরে সংযুক্ত থাকা গোলাম সারোয়ারকে পরিবহন বিভাগের পরিবহন তত্ত্বাবধায়ক করা হয়েছে। সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের উপ সমাজ কল্যাণ কর্মকর্তা লুৎফর রহমানকে অঞ্চল-৪ এর সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা করা হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত দায়িত্বে থাকা মোহম্মদ মশিয়ুর রহমানকে অঞ্চল-২ এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। সচিবের দফতরে সংযুক্ত থাকা ফরিদা ইয়াসমিনকে ক্যাটালগার (পাঠাগার) সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া সচিবের দফতরে সংযুক্ত থাকা খন্দকার গোলাম মোস্তফাকে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগে বদলি করা হয়েছে।
এএসএস/এমএইচএস