মার্কিন তহবিল বন্ধ : প্রভাব নিয়ে মন্তব্য দিতে নারাজ মুখপাত্র

মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে দেশে প্রভাব পড়বে কি না, তা এখনই বলতে চান না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
রফিকুল আলম বলেন, ট্রাম্প নীতির বিশ্বজনীন প্রভাব পড়বে। ইউএসএইডের বিষয়টি বাংলাদেশের জন্য এটার আলাদা কি প্রভাব পড়বে, এটা আমরা এখনই বলতে পারছি না। আর এটা এখন বলতে যাওয়া মানে খুব তাড়াহুড়া করা।
অভিবাসন ইস্যুতে প্রভাবের বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ নিয়মিত অভিবাসন সমর্থন করে। আমি আশা করি, এর মাঝখান থেকে একটা ভালো সমাধান বের হয়ে আসবে। কিন্তু এখনই এটা সম্পর্কে মন্তব্য না করাই ভালো।
আরও পড়ুন
ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। গত শনিবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন।
ইউএসএইড জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না। তবে জরুরি খাদ্যসহায়তা এবং ইসরায়েল ও মিসরের জন্য সামরিক অর্থায়নকে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।
এনআই/এমএ