গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নদী ইন্সটিটিউট

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, নদী ও তৎসম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নদী গবেষণা ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে উপদেষ্টা নদী গবেষণা ইন্সটিটিউটে বাংলাদেশের নদ-নদীর ডিসপ্লে বোর্ড, টাইডাল মডেল শেড, কংক্রিট ল্যাব, স্টোন গ্রেডেশন টেস্ট রুম ও মুহুরি-কহুয়া ফিজিক্যাল মডেলিং রিহ্যাবিলিটেশন সাইট ঘুরে দেখেন।
সভায় বুড়িগঙ্গা ও তুরাগ নদী নিয়ে গবেষণা করার জন্য উপদেষ্টা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর কী ক্ষতি হয় সেটি নিয়েও গবেষণা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। নদী গবেষণা ইন্সটিটিউটের শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দেওয়ার পাশাপাশি নদী গবেষণা ইন্সটিটিউটের জরাজীর্ণ ল্যাবরেটরি ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন পানিসম্পদ উপদেষ্টা।
সভায় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (যুগ্ম সচিব) এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্ল্যা, পুলিশ সুপার আবদুল জলিল, পরিচালক(হাইড্রলিক রিসার্চ) পিন্টু কানুনগো উপস্থিত ছিলেন।
ওএফএ/এমএন