বিডিআর হত্যায় গঠিত কমিশনের সভাপতি-সদস্যদের সুযোগ-সুবিধা নির্ধারণ

বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ও সদস্যদের মর্যাদা, বেতন-ভাতাদি বা সম্মানী এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করে দিয়েছে সরকার। কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ও সদস্যদের মর্যাদা, বেতন-ভাতাদি/সম্মানী এবং অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করল।
আরও পড়ুন
‘অন্য যেকোনো পেশা, ব্যবসায় কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক (যথা ডেপুটেশন, লিয়েন, ছুটি ইত্যাদি) থাকলে তা সাময়িকভাবে স্থগিতের শর্তে তদন্ত কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।’
উল্লেখ্য, বিডিআর হত্যার ঘটনায় গত ২৩ ডিসেম্বর সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ কমিশনের প্রধান করা হয় বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে।
এসএইচআর/এসএসএইচ