কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানি কাল

আগামীকাল কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পর এটিই দুদকের প্রথম গণশুনানি।
সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে বুধবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই গণশুনানির আয়োজন করা হয়েছে।
কমিশনের প্রথম গণশুনানিতে কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ বিষয়ে দুদক উপপরিচালক জনসংযোগ) আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ওই গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ কুমিল্লার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরা হবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল লক্ষ্য।
গণশুনানি উপলক্ষ্যে কুমিল্লার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।
আরএম/এমএন