শনির আখড়ায় ৬ তলা ভবন থেকে পড়ে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে সাকিল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি মিশুক গাড়ির চালক ছিলেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সাকিল মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মোল্লার চর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থাতেন।
আরও পড়ুন
নিহতের বাবা শওকত আলী বলেন, আমার ছেলে মিশুক গাড়ি চালাতো। গতরাতে শনির আখড়া বাজার এলাকায় গ্যারেজে মিশুক রেখে ওই গ্যারেজের ছয় তলা ভবনের ছাদে ধূমপান করতে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএসএ